বিশ্ব ব্যাপী ছড়িয়ে পড়েছে মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯। সংক্রামক এ ব্যাধিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ জেলার ৭২২ জন। ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্ত ব্যক্তিদের সরকারি ও ব্যক্তিগত ব্যবস্থাপনায় রাখা হয়েছে আইসোলেশনে। হবিগঞ্জ পৌর এলাকা করোনা ভাইরাস মোকাবেলায় নানাবিধ পদক্ষেপের পাশাপাশি এবার করোনা রোগীদের বাড়ি বাড়ি ঘুরে খোঁজ খবর নিচ্ছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান। নিজে আক্রান্ত হওয়ার ঝুঁকি জেনেও গতকাল শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকায় করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে যান মেয়র মিজান। এসময় তিনি করোনা আক্রান্ত ব্যক্তিদের মনোবল বৃদ্ধির পাশাপাশি তাদের পরিবারকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে অনুরোধ জানান। করোনা আক্রান্ত রোগীদের খোঁজ খবর নেওয়ার সময় তিনি আক্রান্ত ব্যক্তিদের জন্য ভিটামিন জাতীয় ফল প্রদান করেন। তাছাড়া গরিব আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের প্রয়োজন মত খাদ্য ও নগদ অর্থ প্রদন করেন।